স্টাফ রিপোর্টার, দুরবিন ডটকম
সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ২য় সর্বোচ্চ আছে ঢাকায় বলে পরিসংখ্যান প্রকাশ হয়েছে।
আবার ইদানিং ফেসবুক মানুষের আইডিগুলোকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তার পেছনে কারণও আছে। প্রায় সবার-ই হয়ত আছে একাধিক আইডি। ছেলেরা মেয়েদের নামে আইডি খুলছেন, মেয়েরাও হয়ত ছেলেদের নামে। তো, ফেসবুক যে সব আইডি ফেইক ভাবছে, নিষ্ক্রিয় করে দিচ্ছে।
এদিকে ফেসবুক একটা ব্যারামের রূপ নিয়েছে, নেশার মত আটকে রাখছে মানুষজনকে। অনেক জরুরি কাজেও হয়ত বাগড়া দিচ্ছে।
এত সব ব্যাপার নিয়ে ফেসবুক ব্যবহারকারীরা যা ভাবছেন, তা আমরা দেখতে চেয়েছিলাম।
আবু বকর সিদ্দিক জাবের
“অস্তিত্ব সংকটে জাতি। মানুষের নিয়ন্ত্রণে রোবট খুব ভালো সমাধান না। মানবের মনন ও মানস না বুঝলে মানুষ নিয়ে কাজ করা কঠিন। দুষ্ট প্রকৃতির মানুষ জনসমক্ষে নিশানা রাখে না, হুজুগের মানুষগুলোই রাখে। আর রোবটের রোষানলে তাদের আইডি পড়ে যায়। সুতরাং জাতীয়ভাবে সতর্ক ও সাবধান হওয়া জরুরী”।
ওমর ফারুক জুবায়ের
“আমার কাছে ভালোই মনে হচ্ছে ব্যাপারটা। বিরক্তিকর আইডিগুলো যাবে। তবে আসল কিছু মানুষও তাঁদের অনেক পুরনো আইডি হারাচ্ছেন। এট্টা কষ্টকর”।
সুকান্ত
“আমি ফেসবুক আসক্ত হয়ে গিয়েছিলাম প্রায়। আমার আইডিতে ছবি কম ছিল, আর প্রোফাইলে ছিল একটা রেসলারের ছবি। অনেকদিনের আইডি। কিন্তু এটা ডিজেবল হয়ে গেছে। খুব খারাপ লাগছে ভাই”।
সাদিয়া তাসনিম
আমার অনেক শখের আইডি ছিল। ওইটা হারিয়ে বুকে চিনচিন ব্যথা করছে। তবে এটার দরকার আছে। মানুষগুলো অনেক বাড় বেড়ে যাচ্ছে। কিছুটা শায়েস্তা দরকার।
বাংলাদেশ সময়: ১৬৪৬ঘন্টা/১৮এপ্রিল,২০১৭/এইচএএম/দুরবিন ডটকম
৩/১৯, ব্লক-বি, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা