ডেস্ক রিপোর্ট, দুরবিন ডটকম
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাকস্বাধীনতা ব্যাহত করাসহ তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার যেসব বিভ্রান্তি ও দুর্বলতা রয়েছে সেগুলো দূর করা হবে।
সচিবালয়ে বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা জানান।
এ সময় মন্ত্রী আরও বলেন, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করতে যাচ্ছি। এটি এখন ভোটিং পর্যায়ে আছে। এটা চূড়ান্ত হলেই আইসিটি অ্যাক্টের ৫৭ ধারার দুর্বলতা এবং বিতর্ক থাকবে না। এটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে চলে যাবে।
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও ব্যবস্থা নেওয়া হচ্ছে- এ বিষয়ে আনিসুল হক বলেন, যেগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো অপরাধের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। মামলা তদন্তে ও কোর্টে থাকলে আমি কোন কথা বলি না। মামলা তদন্তেও যদি থাকে, কোর্টেও যদি থাকে আপনারা আশ্বস্ত থাকতে পারেন আপনারা ন্যায়বিচার পাবেন। এর মধ্যে কোনো দুই কথা নেই।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ জহিরুল হক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা/০৩ মে, ২০১৭/এমজিএম/দুরবিন ডটকম।
৩/১৯, ব্লক-বি, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা