জহুরুল হক হলের ক্যান্টিনে তালা

স্টাফ রিপোর্টার, দুরবিন ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের টিনশেড ভবনের ক্যান্টিনে নোংরা পরিবেশে খাবার বিক্রি করার অভিযোগ এনে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্ররা।

জানা গেছে, হল শাখা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমানের কর্মীরা গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যান্টিনে তালা লাগিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগের কর্মীরা ক্যান্টিনের ভেতরে ঢুকে ক্যান্টিনের কর্মচারীদের বের করে দেয়। সেইসঙ্গে ক্যান্টিনের তালা লাগিয়ে চলে যায়। ঘটনার এক  ঘণ্টা পর হলের হাউস টিউটর এসে তালা খুলে দেন। এ সময় তারা ক্যান্টিনের ভেতরে দুদিন আগের তরকারি খোলা অবস্থায় দেখতে পান। এ ছাড়া তার আশপাশ নোংরা এবং তেলাপোকা, গিরগিটি দেখা যায়।

তবে ক্যান্টিনের পরিচালক ইসমাইল হোসেন বলেন, ‘বাসি খাবার আমরা কাউকে খাওয়াই না। ওই খাবার অতিরিক্ত ছিল। যাতে নষ্ট না হয় সেজন্য ভালোভাবে রেখেছিলাম।’

এ বিষয়ে হল শাখার সভাপতি সোহানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোনটি কেটে দেন।

হলের প্রাধ্যক্ষ দেলওয়ার হোসেন জানান, ক্যান্টিনের খাবারের মান নিয়ে অনেক প্রশ্ন আছে। যে কারণেই ছাত্ররা এ কাজ করেছে। ক্যান্টিনের পরিবেশ ভালো রাখার জন্য তাদের বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘন্টা/০৩ মে, ২০১৭/এমজিএম/দুরবিন ডটকম।


সম্পাদক: আবু মুস্তাফিজ

৩/১৯, ব্লক-বি, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা