সহায়ক সরকার নিয়ে কোন আলোচনা নয়: হাসান মাহমুদ

স্টাফ রিপোর্টার, দুরবিন ডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোন আলচনা হবে না। তিনি আরও বলেন, সংবিধানে সহায়ক সরকার বলে কিছু নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং এই সরকারের প্রধান থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে হাসান মাহমুদ এ মন্তব্য করেন। ২০১৩ সালের ৫ মে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ‘মদদে’ শাপলা চত্বর, বায়তুল মোকারমসহ বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত পরিকল্পনাকারী ও নির্দেশ দাতাদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাসান মাহমুদ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া। জঙ্গিবাদ নির্মূল করতে হলে বিএনপি ও খালেদার বিচার করতে হবে। এ সময় হাসান মাহমুদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, আলোচনায় ডাকুন ডাকুন বলে যত চিৎকার করুন কোন লাভ নেই।

মাননীয় প্রধানমন্ত্রী ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে খালেদা জিয়াকে আলোচনার আহবান জানিয়েছিলেন। কিন্তু তিনি যে অভদ্র ভাষায় কথা বলেছেন তা শুনে আমি নিজেই লজ্জিত হয়েছিলাম। সুতরাং তাদের সাথে কোন আলোচনা হতে পারে না।

হাসান মাহমুদ আরও বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি পক্ষপাতদুষ্ট প্রতিষ্ঠান।তাদের প্রতিবেদন নিয়ে বিএনপি বলছে দেশে বাক স্বাধীনতা নেই। তিনি প্রশ্ন করে বলেন, মির্জা ফখরুল যে প্রতিদিন প্রেসক্লাবে, পার্টি অফিসে বসে আওয়ামী লীগকে গালি দেয়, বাক স্বাধীনতা না থাকলে তা কিভাবে দেন?

জোটের সভাপতি সাবেক চিত্রনায়িকা ফারহানা আমিন নূতনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল আলম টুকু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান, স্বাচিপ সাধারণ সম্পাদক শাহজালাল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা/০৪ মে, ২০১৭/ও্এইউ/দুরবিন ডটকম।


সম্পাদক: আবু মুস্তাফিজ

৩/১৯, ব্লক-বি, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা