ডেস্ক রিপোর্ট, দুরবিন ডটকম
ইসরাইলের বিরুদ্ধে জেরুজালেমের স্বাতন্ত্র্য ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে। ইউনেস্কোর নির্বাহী পরিষদে অনুমোদন পাওয়া এক প্রস্তাবে এ অভিযোগ করা হয়।
প্রস্তাবে বলা হয়, ইহুদী রাষ্ট্রটি জেরুজালেমের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। ওই প্রস্তাবে দেশটির বিপক্ষে অনৈতিকভাবে জেরুজালেম ও গাজা অধিগ্রহণ করে রাখার কথাও বলা হয়।
প্রস্তাব বিষয়ে ইউনেস্কোর মুখপাত্র রনি আমেলান জানিয়েছেন, নির্বাহী বোর্ডে পাস হওয়া প্রস্তাবটি শুক্রবারের প্লেনারি সভায় যাবে আলোচনার জন্য।
এদিকে ইউনেস্কোর নির্বাহী বোর্ডে পাস হওয়া প্রস্তাবকে ‘আন্তর্জাতিক আইনের জয়’ বলে উল্লেখ করেছেন ফিলিস্তিনি নেতারা।
এর বিপরীতে ইজরায়েল বিষয়টিকে ‘ইউনেস্কোর অপ্রয়োজনীয় রাজনৈতিক’ কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে।
ইউনেস্কোর নির্বাহী সভায় আলজেরিয়া, মিসর, লেবানন, মরক্কো, ওমান, কাতার এবং সুদান সম্মিলিতভাবে প্রস্তাবটি তুলে ধরে। পরে ২২টি দেশের সমর্থনে প্রস্তাবটি পাস হয়।
তবে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি এবং বোর্ডের অপর সাত সদস্য দেশ ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।
২০১১ সালে ফিলিস্তিনকে সদস্যপদ দেয় ইউনেস্কো। এ কারণে জাতিসংঘের এ সংস্থাটিকে অনুদান দেয়া বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
সুত্র: আলজাজিরা।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘন্টা/০৪ মে ২০১৭/এমজিএম/দুরবিন ডটকম।
৩/১৯, ব্লক-বি, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা