ডেস্ক রিপোর্ট, দুরবিন ডটকম
আগামীকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। রাত শেষে ভোরটা পার হতেই শুরু হবে নির্বাচন। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নির্বাচনে সুস্থ পরিবেশ বজায় রাখতে ইতোমধ্যে এফডিসিতে সব ধরণের নির্বাচনী প্রচারণা বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান। শিল্পী সমিতির নির্বাচনে আরও দুজন নির্বাচন সহকারী কমিশনারের দায়িত্বে রয়েছেন নাজমুল হুদা মিন্টু ও পীরজাদা শহীদুল হারুন।
বুধবার দিবাগত রাত ১২ টার পর থেকে এফডিসি চত্বরে মিছিল কিংবা মাইকিং করে নির্বাচনী প্রচারণা বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, জানা গেছে এবার মোট ৫৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। মোট ভোটারের সংখ্যা ৬২৪ জন। শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এফডিসিতে চলবে ভোট-গ্রহণ।
নির্বাচনে অংশ নিচ্ছে তিনটি প্যানেল। প্যানেলের মধ্যে রয়েছে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল আর অন্যটি হলো ওমর সানী-অমিত হাসান প্যানেল এবং তৃতীয় প্যানেলে আছেন সিডাক ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘন্টা/০৪ মে ২০১৭/এমজিএম/দুরবিন ডটকম।
৩/১৯, ব্লক-বি, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা