বাংলাদেশের এখনকার দলটা সবদিক দিয়ে সেরা

ডেস্ক রিপোর্ট, দুরবিন ডটকম

আইপিএল খেলতে ভারতে ছিলেন। আর সেখানেই জানিয়ে দিলেন, বাংলাদেশের এখনকার দলটা সবদিক দিয়ে সেরা। আর ঠিক পথেই চলছে বাংলাদেশের ক্রিকেট।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বুধবার কলকাতার এক অনুষ্ঠানে পায় ভারতের সাংবাদিকরা। আর সেখানেই সাংবাদিকরা ধরলেন সাকিবকে। জানতে চাইলেন বাংলাদেশের ক্রিকেট আর সাকিবকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে এবার মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। এটা নিয়েও কথা উঠল। সাকিব পরিষ্কার জানিয়ে দিলেন, এটা নিয়ে কোনো ক্ষোভ নেই তাঁর।

কলকাতার মনি স্কোয়ারে এক অনুষ্ঠানে ছিলেন সাকিব। সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের আমাদের এই দলটা সবদিক থেকে সেরা। আমাদের দলে বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে, আছে ভালো পেসার ও স্পিনার।’ তবে শট ফরম্যাটে আরো উন্নতির প্রয়োজন আছে বলেও স্বীকার করে নেন সাকিব। তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট সঠিক পথেই চলছে। দুই বছর ধরে আমাদের ক্রিকেটের ভালো ফর্ম তার প্রমাণ দিয়েছে। আমাদের টিম নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সাকিব। ওই প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি যে কোনো দায়িত্বই চ্যালেঞ্জের। তবে সেটা নির্ভর করে আপনি কীভাবে চ্যালেঞ্জটাকে নিচ্ছেন তার ওপর। আমরা ক্রমশ ভালো করছি। তবে বর্তমান ফরম্যাটে আমাদের রেকর্ড খুব একটা ভালো হয়নি। এই বিভাগে আমাদের আরো উন্নতি করতে হবে।’

সাকিব বলেন, ‘আমি যখন একদিনের ক্রিকেটের অধিনায়ক ছিলাম, ওই সময়ও আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। অবশ্য তারপর থেকে আমরা ধীরে ধীরে জিততে শুরু করলাম। আর এখন তো নিয়মিতভাবে ম্যাচ জিতছি। আমরা চাই, টি টোয়েন্টি ক্রিকেটেও ওই পর্যায়ে পৌঁছাতে।’

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় আমাদের গ্রুপটা একটু বেশি কঠিন। ইংল্যান্ড নিজেদের কন্ডিশনে অনেক ভালো খেলে। দক্ষিণ আফ্রিকাও অনেক ভালো খেলছে। তবে আশা তো থাকবে এবার যেন বড় কিছু করে দেখাতে পারি। আমাদের সবার ভেতরে ওই আত্মবিশ্বাসটা আছে। চেষ্টা করব ওই রকম কিছু করতে যেটা সবাই মনে রাখে।’

সাকিব খোলামেলা জানিয়ে দেন, আইপিএলে নিয়মিত সুযোগ না পাওয়ায় আপাতত কোনো ক্ষোভ নেই। দশম আইপিএলে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম খেলোয়াড় সাকিব আরো বলেন, ‘চলতি আসরে আমি দলকে খুব বেশি কিছু দিতে পারিনি। কিন্তু একটা দল হিসেবে কলকাতা নাইট রাইডার্স খুব ভালো খেলেছে। এটাই গুরুত্বপূর্ণ। আমার কাছে সব সময়ই দল আগে। আমরা আশা করি তৃতীয়বারের জন্য এই টুর্নামেন্ট জিতবে কলকাতা নাইট রাইডার্স।’

ততদিন পর্যন্ত অবশ্য সাকিব কেকেআরের কালো জার্সি পরতে পারবেন না। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতিমূলক ক্যাম্পে অংশ নিতে আয়ারল্যান্ডে মুশফিক, সাব্বিরদের সঙ্গে যোগ দেবেন তিনি। আগামী জুনে ইংল্যান্ডে শুরু হচ্ছে চ্যাম্পিয়নদের লড়াই।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘন্টা/০৪ মে ২০১৭/এমজিএম/দুরবিন ডটকম। 


সম্পাদক: আবু মুস্তাফিজ

৩/১৯, ব্লক-বি, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা